Header Ads

পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?




পড়াশুনা বিষয়ক খবর:
* নক্ষত্রের গ্যাসগুলো কত ডিগ্রি তাপমাত্রায় জ্বলছে?
– প্রায় ৬০০০হ্ন সেলসিয়াস
* দিনের বেলায় অন্যান্য নক্ষত্র দেখা যায় না কেন?
– সূর্যের প্রখর আলোর জন্য
* পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত?
– প্রায় ১৫ কোটি কিমি.
* আলোর বেগ প্রতি সেকেন্ডে কত?
– প্রায় ৩ লাখ মাইল।
* পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি?
– সূর্য
* সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে কত?
– ৮ মি. ১৯ সে.
* সূর্যের নিকটতম নক্ষত্র কোনটি?
– প্রক্সিমা সেনটোরাইট
* পৃথিবী থেকে প্রক্সিমা সেনটোরাইটের দূরত্ব কত?
– প্রায় ৮ লাখ কোটি কিমি.
* সপ্তর্ষিমন্ডল, কালপুরুষ, ক্যাসিওপিয়া এরা কী?
– নক্ষত্রম-লী
* মহাকাশে কী পরিমাণ গ্যালাক্সি রয়েছে?
– প্রায় একশত বিলিয়ন
* গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে কী বলে?
– ছায়াপথ
* হ্যালির ধূমকেতু প্রতি কত বছরে একবার দেখা যায়?
– ৭৬ বছরে
* সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা গিয়েছিল?
– ১৯৮৬ সালে
* কার নামানুসারে হ্যালির ধূমকেতুর নামকরণ করা হয়েছে?
– জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি
* কোন কোন গ্রহের উপগ্রহ নেই?
– বুধ ও শুক্র
* কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি?
– শনি
* শনি গ্রহের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
– টাইটান
* সৌরজগতের যাবতীয় গ্রহ-উপগ্রহের নিয়ন্ত্রক কে?
– সূর্য
* সূর্যের ব্যাস কত?
– প্রায় ১৩ লাখ ৮৪ হাজার কিমি.
* সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি?
– বৃহস্পতি
* গ্রহদের মধ্যে সবচেয়ে ছোট কোনটি?
– বুধ
* সূর্যের নিকটতম গ্রহ কোনটি?
– বুধ।
* সূর্য থেকে বুধের গড় দূরত্ব কত?
– ৫.৮ কোটি কিমি.।
* বুধের ব্যাস কত?
– ৪,৮৫০ কিলোমিটার।
* সূর্যকে প্রদক্ষিণ করতে বুধের সময় লাগে কত দিন?
– ৮৮ দিন।
* সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে?
– ২২৫ দিন।
* সৌরজগতের একমাত্র কোন গ্রহটি পূর্ব থেকে পশ্চিমে পাক খায়?
– শুক্র।
* সূর্য থেকে শুক্রের দূরত্ব কত?
– ১০.৮ কোটি কিমি.।
* দূরত্ব অনুসারে সূর্যের কততম দূরে পৃথিবী?
– ৩য়।
* সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে কত দিন?
– ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মি. ৪৭ সেকেন্ড।
* সৌর জগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র প্রাণের অস্তিত্ব আছে-
– পৃথিবীতে।
* পৃথিবীর ব্যাস কত?
– প্রায় ১২,৬৬৭ কিমি.।
* পৃথিবীর নিকটতম প্রতিবেশী গ্রহ কোনটি?
– মঙ্গল।
*. সূর্য থেকে মঙ্গলের দূরত্ব –
– ২২.৮ কোটি কিমি.।
* কোন গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি?
– মঙ্গল।
* মঙ্গল গ্রহে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ শতকরা কত ভাগ?
– ৯৯ ভাগ।
* কোন গ্রহটি আয়তনে পৃথিবীর প্রায় ১,৩০০ গুণ বড়?
– বৃহস্পতি।
* সূর্যকে প্রদক্ষিণ করতে বৃহস্পতির সময় লাগে?
– ৪,৩৩১ দিন।
* সৌর জগতে ২য় বৃহত্তম গ্রহ কোনটি?
– শনি।
* নেপচুন আয়তনে কতটি পৃথিবীর সমান?
– প্রায় ৭২টি।
* নেপচুনের বায়ুমন্ডলে কোন গ্যাসের আধিক্য?
– মিথেন ও অ্যামোনিয়া গ্যাস।
* সূর্যকে ঘুরে আসতে ৮৪ বছর সময় লাগে কোন গ্রহের?
– ইউরেনাসের।
* কোন গ্রহকে ঘিরে রয়েছে হাজার হাজার বলয়?
– শনি গ্রহ।
* নেপচুন গ্রহের কয়টি বলয় আবিষ্কৃত হয়েছে?
– দুটি।

No comments

Powered by Blogger.