Header Ads

হাতিয়ায় জোয়ারে পানিতে প্লাবিত ২০ গ্রাম BD


হাতিয়ায় জোয়ারে পানিতে প্লাবিত ২০ গ্রাম BD
নিজেস্ব সংবাদদাতা, হাতিয়া ॥ নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় পূর্ণিমা জোয়ারে ৩টি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। রবিবার দুপুর থেকে আসা জোয়ারের পানিতে বেড়ীবাধ না থাকায় এসব এলাকা সহজে প্লাবিত হয়। এসব এলাকার প্রায় লক্ষধীক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।

জানা যায় পূর্ণিমার জোয়ারে হাতিয়া নলচিরা, সুখচর, চরঈশ্বর ও তমরদ্দি ইউনিয়নের ২০টি গ্রাম প্লাবিত হয়। এসব এলাকায় পূর্ব থেকে বেড়ীবাধ না থাকায় সহজে জোয়ারের পানি উঠে যায়। এতে বেড়ীর বাহিরে ও ভিতরে বসবাসকারী লক্ষধীক মানুষ পানি বন্ধি হয়ে পড়েছে।
হাতিয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম বিকালে ক্ষতিগস্থ এলাকা পরিদর্শন করেন। তিনি জানান জরুরী ভিত্তিতে পানি বন্ধি এলাকার ১টি প্রতিবেদন তৈরী করা হচ্ছে। যার ভিত্তিতে জেলা প্রসাশকের কার্যালয় থেকে ত্রাণ পাটানো হবে।

No comments

Powered by Blogger.