রাস্তা পার হতে গিয়ে বাসের ধাক্কায় নারী নিহত
রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় নিহত শাবেনূর বেগমের লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
রাজধানীর মাতুয়াইলে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাবেনূর বেগম (৩৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার রাত সোয়া ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর রাত ৯টার পর কর্তব্যরত চিকিৎসকরা শাবেনূরকে মৃত ঘোষণা করেন।
নিহত নারী কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আবু বকর সিদ্দিকীর স্ত্রী। তাঁরা যাত্রাবাড়ীর দয়াগঞ্জ এলাকায় থাকেন।
স্বজনরা জানান, সকালে বোন আজবানুর বাসা ডেমরার কোনাপাড়ায় বেড়াতে যান শাবেনূর। সেখান থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন তিনি।
পথচারী মেহেদী হাসান জানান, রাতে মাতুয়াইল মেডিকেলের সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বাস শাবেনূরকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে।
No comments
Post a Comment