Header Ads

বাংলাদেশের কাছে হারের পর যা বললেন উইলিয়ামসন



স্পোর্টস ডেস্ক: কার্ডিফে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে কেন উইলিয়ামসনের কাছে বাংলাদেশের বিপক্ষে হারের কারণ জানতে চাইলেন সাংবাদিকরা।  জবাবে এক কথাই বার বার বললেন নিউজিল্যান্ড অধিনায়ক, ‘ট্যালেন্টেড ব্যাটিং।  পঞ্চম উইকেটে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের অবিশ্বাস্য জুটি। ’

সাকিব, মাহমুদউল্লাহকে বার বার ট্যালেন্টেড ও অভিজ্ঞ বলে প্রশংসায় ভাসালেন হারের পর বিষাদগ্রস্ত উইলিয়ামসন।  কেবল


এই ম্যাচের কথাই নয়; বিভিন্ন প্রশ্নের জবাবে পুরো বাংলাদেশ ক্রিকেটের প্রশংসা করে গেলেন।  বললেন, ‘আমাদের মাটিতে হয়তো আমরাই বেশি জিতি।

কিন্তু সবশেষ কয়েকটা ম্যাচে দেখবেন লড়াই হচ্ছে।  কে জিতবে সেটা বলা মুশকিল।  এমন নকআউট স্টেজে এসে সেটি বলা তো আরও মুশকিল।  খুব ভালো খেলছে এই বাংলাদেশ।  যে কারও জন্যই দলটি হুমকি।  এই মাঠেই তো তারা অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। ’

কার্ডিফে দ্বিতীয়বার মহাকাব্য রচনার কারিগর সাকিব ও মাহমুদউল্লাহ।  দুজন মিলে পঞ্চম উইকেট জুটিতে যোগ করেন ২২৪ রান।  ৩৩ রানে ৪ উইকেট পড়ার পর জুটি বেঁধেছিলেন, ১১৪ রান করে সাকিবের বিদায়ে বিচ্ছিন্ন হয় জুটি।  জুটি ভাঙলে কী হবে জয় থেকে তখন বাংলাদেশ মাত্র ৮ রান দূরে।

মাহমুদউল্লাহর ১০২ রানের অপরাজিত ইনিংসে ১৬ বল হাতে রেখেই পাঁচ উইকেটের জয় পায় বাংলাদেশ।  ১৬ দিনের ব্যবধানে এ নিয়ে দুইবার কিউই-বধ করলো টাইগাররা।
Bangla News Text

No comments

Powered by Blogger.