Header Ads

কত বড় হল রানি মুখার্জির মেয়ে আদিরা?

অনলাইন ডেস্ক


বিয়ে, সংসার, সন্তান নিয়ে একেবারেই ক্যামেরার থেকে দূরে চলে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। নতুন ছবি হিচকির হাত ধরে কামব্যাক করছেন বলিউডে। জোরকদমে শ্যুটিংও শেষ করে ফেলেছেন।
এখন তিনি মেয়ে আদিরার সঙ্গে ছুটি কাটাতে বিদেশ যাচ্ছেন। আর পথেই ক্যামেরাবন্দি হয়ে গেলেন রানি মুখার্জি এবং তাঁর মিষ্টি মেয়ে আদিরা ।
বিমানবন্দরে দেখা গেল রানি মুখার্জির মেয়ে আদিরাকে। মায়ের সঙ্গে ছুটি কাটাতে যাচ্ছে সে। রানি মুখার্জির এক ফ্যান ক্লাবের পক্ষ থেকে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ১৮ মাসের ছোট্ট মিষ্টি আদিরাকে দেখে মনে হচ্ছে সত্যিই সে রানির মেয়ে।

No comments

Powered by Blogger.